মার্শাল আর্টের ‘নানচাকু’ সম্পর্কে বিস্তারিত

নানচাকু


নানচাকু! নানচাকু! নানচাকু!

কি ভাইসাব, পড়ে একটূ অবাক হচ্ছেন তাই তো? যে, কাটা রাইফেলের যুগে কোথাকার কি কাঠের ডান্ডা! জী হ্যা ভাই আজকে বলব পুরান অস্ত্র নানচাকুর কথা।
যারা মার্শাল আর্ট করেন বা এর সম্পর্কে জ্ঞান রাখেন তারা খুব ভালো করেই এটিকে চিনেন। এটি মার্শাল আর্ট এর খুব বেসিক একটা ওয়েপন। কিন্তু ভাই এই কাটা-রাইফেল এর যুগেও এর খেল খেলতে জানলে ভাই লাভে ১৬ আনা  ।

অরিজিনঃ নানচাকু অত্যন্ত পুরান এবং প্রাচীন এক জিনিস। এর ফার্স্ট অরিজিন কোথায় হয়েছিল তা জানা জায় নি তবে জাপানের ওখানাওয়া দ্বীপে কৃষকরা এটি এডোপ্ট করেছিল। তারা এটাকে ধান মাড়াইয়ের কোন এক অস্ত্র থেকে এডোপ্ট করেছিল।

গঠনঃ দুটি কাঠের বা স্টিলের দুটি ডান্ডার সাথে এফোড় ওফোড় করে কড বা চেইন লাগানো এক অস্ত্র। বর্তমানে যারা নরম তুলতুলা বা যারা নতুন শিখছেন তাদের সুবিধা বিবেচনায় প্লাস্টিকের ফোমের লেয়ারসহ ও পাওয়া যায়। এটিকে সিংগেল হ্যান্ড বা এক্সপার্ট হলে ডাবল হ্যান্ডেও চালানো যায়।

তো এর প্রথম সময়ে এটি ঐতিহাসিকভাবে জনপ্রিয় ছিল না কারণ সেই সময়ে সামুরাই সোর্ড কাতানা এর জনপ্রিয়তা তুংগে ছিল। তাই বলে একেবারে মাইনকার চিপায় পড়ে ছিল তাও না। এখনো নানচাকুর একেবারে আদি সময়ের টেকনিকগুলি প্রচলিত আছে। পরবর্তীতে কিংবদন্তী মার্শাল আর্টিস্ট ব্রুস লী, তার ছাত্রবৃন্দ এবং ব্রুসের ট্রেনিং পার্টনার Dan Inosanto নানচাকুর ব্যাপক প্রকাশ ও প্রচার ঘটান। এরই ফলশ্রুতিতে মোটামুটী সব মারশাল আর্টেই নানচাকু বেসিক ওয়েপন।
ত নানচাকু সাধারণত দুইভাবে প্র্যাকটিস হয়।
১. ট্রেডিশনাল স্টাইল
২.ফ্রি স্টাইল
আর গুগল মামার মতে যারা নানচাকু প্র্যাকটিস করে তাদের নানচাকুকা বলে ।
বর্তমানে নানচাকুরও ফেডারেশন বা অর্গানাইজেশ্ন আছে। আরে ভাই হ্যা। North American Nunchaku Association, World Amateur Nunchaku Organization, Fédération Internationale de Nunchaku de Combat et Artistique, World Nunchaku Association, and International Techdo Nunchaku Association এরা নানচাকু নিয়ে কাজ করে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ নানচাকু সাদামাটা হলেও এটাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। বেশি চিটবিট করলে law enforcement personnel দ্বারা গ্রেপ্তার হতে পারেন। কিছু কিছু দেশে নাকি নানচাকু ইলিগাল বটে।
ব্রুস লির ম্যক্সিমাম মুভি, teen ninja turtle মুভিতে এই সাদামাটা বসের দেখা পাবেন। এছাড়াও আরো মার্শাল আর্টের মুভিতেও পাবেন বিশেষ করে শাওলিন বেসড।
In the end, ভাই যতই আধুনিক যুগ আসুক না কেন, ক্লাইস্কের উপ্রে আর কিছু নাই। কথায় আছে না old is gold. 

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR



Powered by Blogger.